একটি অজ্ঞাত লাশ।
একটি নারীর মৃতদেহ।
দেহটি অর্ধনগ্ন।
দুই পা দুই হাত দুইদিক ছড়ানো।
পায়জামা হাঁটুর নিচে নামানো।
জামা মাঝ বরবার ছিঁড়ে ফেলেছে।
নগ্নতা ঢাকতেই উপরে কিছু কাপড় দিয়ে মৃতার ছবিটি তোলা হয়েছিল।
তার নিচে হয়ত দেখা যেতো কিছু খুবলে খাওয়া মাংস, কয়েকশ আচঁড়, কয়েক ছোপ রক্ত।
নাম না জানা একজন নারী। একজন ধর্ষিতা।
আর কতগুলো নারী রেপড হইলে আপনারা মেয়েদের পোশাক, মেয়েদের চলাফেরার দোষ দিবেন বলেন তো?? সংখ্যাটা ঠিক কত হইলে আপনারা স্যাটিস্ফাই হবেন??
আপনারা কেন সোজাসুজি বলতে পারেন না যে ধর্ষণ একটি জঘন্য অপরাধ?? কেন আপনাদের মেয়েদের উপর দোষ চাপানো লাগে?? এইযে রাস্তায় এভাবে অর্ধনগ্ন হয়ে মরে পড়ে আছে মেয়েটি, ওর কোন দোষ ছিলনা। ওর একমাত্র দোষ যে ও একজন নারী। এই একটা পাপই ওর মরার জন্য যথেষ্ট ছিল বলে মনে হয় আপনাদের??
আমার আপনার মা, বোন,মেয়ে, বউ, ভাবী, চাচী, মামী নানান সম্পর্কের নারী রয়েছে। কাল তাদের ক্ষেত্রেও এমন কিছু হলে পোশাক আর চলাফেরার দোষ দিয়ে নিজেকে স্বান্তনা দিতে পারবেন তো??


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



