
সত্য কথায় গা জ্বলেরে দিন-রাতে!
চোখ রাঙিয়ে রামদা উচায় ঐ হাতে;
কারো হাতে মেশিন-মুশিন, কত্ত কী!
দেশপ্রেমিকের তকমাতেও হয় ফাঁকি!
তেলবাজির ঐ ভেলকি দেখি চলছে খুব,
মাজার মাঝে তেলবাহীরা দিচ্ছে ডুব!
ভগবানের বাপের যেন সব ক্রেডিট!
শিরোনামে হরহামেশাই হয় এডিট।
শিক্ষাখানায় গুরুগণে পা-চাটে!
শিষ্টাচারী ঘুষ প্রদানে যায় হাটে;
পশ্চাদের ঐ দরজাতে আজ নেই তালা,
বাপ-পুতেরা পরস্পরের হয় শালা!
দেশের কথা বলতে গিয়ে-
হাজার ফাহাদ দিচ্ছে প্রাণ!
ওরা অনেক হিংস্র সীমার-
ছুটছেতো আর নেই জিরান!
থামবে ওরা!
থামতে হবে!
স্লোগান দে!
ধর চেপে ধর! আছে যত টুটি হে!
থামবে ওরা!
থামতে হবে!
স্লোগান দে!
মার জোরে হাক! ঠিক বরাবর শির মাঝে!
-আজাত কবি
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



