
" বাংলাদেশের সরকার অফিসিয়ালি ইন্ডিয়ার সরকারের জবসাইটে আর্মিতে রিক্রুটমেন্ট এর জন্য এড দিসে। উদ্দেশ্য - বাংলাদেশ আর্মিতে ভারতীয় লোক নিয়োগ দেয়া'' - কি পরিমান বলদ হইলে মানুষ এগুলি বিশ্বাস করে। মাই গড, এত '' আই এম জিপিএ ৫'' কই যায় এবার বুঝলাম...সব ফেসবুকে বলদগিরি করছে...
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতে বসে করা তালিকাকে এখনও ত্রুটিমুক্ত মূল তালিকা মানা হয়। এখানে ভারতীয় মানে ভারতের নয়- আবালের আবাল। ভারত সরকারের তখনকার সময়ে তৈরি করা মুক্তিযোদ্ধা-দের লিষ্ট - কে বোঝানো হয়েছে।
আরে ভাই...আমার এক ছোট বোন কমিশন্ড র্যাংকে এবার চান্স পেয়েছে..কি পরিমান যাচাই-বাছাই করে তা আমার জানা আছে..শুধু তাই নয়, ছয় মাস পর যখন সে সাত দিনের জন্য ছুটিতে আসে তখন তাকে জিপিএস ট্রেকিং এর আওতায় রাখে বাংলাদেশ আর্মি..সাথে তাদের গোয়েন্দা বিভাগের নজরদারী তো ফ্রি...
একটু গুগল আর Wiki search দিলেই সব তথ্য পাওয়া যায়..
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


