হে প্রিয় বান্ধবী- একটু দাঁড়াও, পাশের এই দেয়ালটা ঘেঁষে।
কলা ভবনের প্রশস্থ করিডোরে তোমার অবাধ যাতায়াত তোমার
রোজ অবাক হয়ে চেয়ে দেখি। ক্লাশ শুরু হতে এখনও মিনিট দশেক
বাকি। দেয়ালের দিকে তাকিয়ে দেখ এক অবোধ মানচিত্র- সমুদ্র আর
পাহাড়ের রং বুকে নিয়ে কেমন হা করে তাকিয়ে আছে তোমার দিকে।
মানচিত্রের পাশেই রয়েছে একটা দেয়াল-পত্রিকা, সুন্দর হস্তাক্ষরে লেখা
তাতে কত গল্প কবিতা। এরই মাঝে দেখবে ছোট্ট একটা প্রেমপত্র, শুধু
তোমার জন্য। একটু পড়ে দেখবে কী, তাতে কি লিখেছি! হাতে আছে
মাত্র দশটি মিনিট। না হয় কিছুটা সময় বাজে খরচ হয়ে যাবে কারও
নির্বাক অনুরোধে। সেসন জটের দুঃসহ জ্বালার চেয়ে এমন বেশী
কিছু সময়তো নয়! হে প্রিয় বান্ধবী, তুমি কী জানো আমার কোন
কম্পিউটার নেই। ইন্টারনেটের লাইন এখনো টানা হয়নি, নেই
কোন মেইল আইডি। সত্যি কথা বলতে কী, তোমার মেইল
আইডি আছে কিনা তাও জানা নেই। তোমাকে কোথাও
য়্যাড করিনি। তাই ভরষা এই সামান্য দেয়াল পত্রিকা।
যদি একটু পড়তে! স্পেল চেক ছাড়াই কী নির্ভুল
এক প্রেমপত্র লিখেছি অনুভূতির কীবোর্ড চেপে
চেপে। দেয়াল ফ্রেমে আটকানো কাগজের
ফ্লাটস্ক্রীন মনিটর, হাই রেজ্যুলেশন
কালার ফন্ট, ফ্লিকার ফ্রী ডিসপ্লে
সব কিছুতেই হৃদয়ের ছোঁয়া,
শুধু তোমার জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



