কী ভীষণ ভালবাসি তোমাকে!
যতই ঘেন্না করো, যতই মুখ ফেরাও,
গতরে মাখিনা তা একফোঁটা। এভাবেই
ভালবেসে যাবো চিরটাকাল। জীবনকে নর্দমা
করে রেখে দেবো তোমার বাড়ীর দেয়াল ঘেঁষে।
যতই ঘেন্না করো, যতই অবিশ্বাস করো, একদিন
ভালবাসার জল গড়াবেই এই পথে। আমি কেঁচোর
মত পড়ে থাকবো তোমার ঐ স্যাঁতসেঁতে উঠোনে।
যতই পানি ঢালো, যতই ঘষামাজা করো ভালবাসার
দেয়াল বেয়ে একদিন উঠে যাবো ঠিক তোমার মনের
গোপন কোঠরে। ভালবাসার বড়শী ফেলে যারা বসে
থাকে ছিপ হাতে তারা জানে কেঁচো গেঁথে দিতে হয়
মাছ পেতে। আমার বড়শী নেই, আমার ছিপ নেই।
আমি টোপ হয়ে কেঁচো গেলাতে চাইনা তোমাকে।
শুধু চাই- কেঁচোর মত তোমার মনের উর্বর মাটি
কিছুটা ওলট পালট করে দিতে, যাতে আমার
জন্য অন্তত একটি ভালবাসার চারা গজায়
সেই মাটিতে। তুমি তাকিয়ে দেখবে কত
ফুল ফুটে আছে সেই গাছ জুড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


