এতো দিন মানুষ খুন হত সীমান্তে , সাগরে ইলিশের ট্রলার ছিনতাই। আর এখন যোগ হয়েছে গরু চুরি। প্রথমটার ক্রেডিট ওপারের আর ২য় টার ক্রেডিট ছিল এপারের। কিন্তু এবার ২য় টার ক্রেডিটটাও ওপারের হয়ে গেল।
খবরে দেখেছি, গরু খাওয়া বন্ধ করতে মুসলিমদের খুন করা হয়, বাড়ি পোড়ান হয়, মেয়েদের ধর্ষণ করা হয়। আর এখন ওপারের সীমান্ত রক্ষীরা গরু চুরি করছে। ভুল বলা হল, আসলে অস্ত্র উচিয়ে না বলে এপারের গরু ওপারে নিয়ে যাওয়া হয়েছে ঘাস খাওয়ানোর জন্যে।
এপারের মানুষ এত এত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে নিয়ে আসছে, করবে টা কি? পান্তা খাবে ? ইলিশ তো নাই... ৬৫০টাকা কেজি গোস্ত কেনারও সামর্থ নাই... থাকলেও পান্তার সাথে গোস্ত যায় না...
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




