সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হলো নারী সাংবাদিককে, যা বললেন মুফতি ফয়জুল করিম
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের এক নারী সাংবাদিক মনিকা চৌধুরীকে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের করে দেয়া হয়।
সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়ার বিষয়ে যুগান্তরের নারী সাংবাদিক মনিকা চৌধুরী জানান, তিনি ছবি তুলছিলেন, এ সময় তাকে বের হয়ে যেতে বলা হয়। অন্য সাংবাদিকেরা তাকে রাখার অনুরোধ জানালেও বলা হয়, নারী সাংবাদিক রাখা যাবে না।
এ বিষয়ে মুফতি ফয়জুল করিম বলেন, আমি একজন মুসলমান। আমি আমার ধর্ম পুরোপুরি পালন করব। আমার ধর্মমতে সব পালন করার স্বাধীনতা আছে।
তাই তিনি তার সম্মেলনে নারী সাংবাদিকের উপস্থিতি নিষিদ্ধ করেছেন। এর অর্থ এই দাড়ালো যে, এরা ভোটের মাধ্যমে বা তাহাজ্জুতী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে মা বোন বা সহধর্মীনিরা অফিস আদালতে আর যেতে পারবেন না। বাংলাদেশকে তারা আফগানিস্তান বানিয়ে ফেলবে। এদের মনে জেন্ডার বড় ইস্যু। যোগ্যতা নয়। নারী দেখলেই সিড্যুস হয়ে যায়। এরা নারী কে মানুষ হিসেবে নয়, সেক্সমেশিন বা সন্তান পয়দার কারখানা হিসেবে দেখে।
আমি ভাবছি, একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব যদি মেয়র হবার আগেই এমন নারী বিরোধী কট্টর মনা হয়, তাহলে জাতীয় নির্বাচনের পর এরা আমরা যারা সাধারণ মানুষ, তাদের উপর না জানি কত জুলুম করবে।
এখনও সময় আছে। টুপি বাহিনীর হাত থেকে আমজনতাকে রক্ষা করার। ধর্ম বা জাত দেখে নয়, ভাল চিন্তার মানুষদের সাংসদ বানাতে হবে, মেয়র বা চেয়ারম্যান বানাতে হবে তথা জনপ্রতিনিধি বানাতে হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৫ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




