ক্ষমতায় না বসতেই যা শুরু করেছে বিএনপি, মনে হয় না তারা তাদের যোগ্যতা বা উপযোগিতা ধরে রাখতে পারছে। এত এত করাপশন গত আগস্ট থেকে যে, এমন কোন সেক্টর নাই যে তারা থাবা দিচ্ছে না।
বালু মহালে, ইটের ভাটায়, খাস জমি দখলে, সরকারী কাজে বাধা দেয়ায়, প্রতিবেশিদের হেনেস্তা করতে, চাঁদাবজিতে, খুন করতে, পুলিশ কে পেটাতে এমন কি আজ দেখলাম প্রথম আলো তে প্যারবন দখলের খবর।
সোনাদিয়া দ্বীপে প্যারাবন পুড়িয়ে নতুন চিংড়িঘের
আর কত? বিএনপি আর কি দেশ গড়বে। আখের গোছাতে ব্যস্ত। দেরি সইছে না আর। যে লাউ সেই কদু... শুধুু আ.লীগের দোষ।বাংলাদেশের কোন রাজনৈতিক দলই ভাল না। ক্ষমতার লোভে এরা নিজের মায়ের পেটের ভাইকেও খুন করে। ভাই তো দূরের কথা, নিজের জন্মদাতা বাবাকেও খুন করার খবর দেখেছি।
বাঙ্গালি কখনও সোজা হবার না...এরা ভাবে, নিজে বাঁচলে বাপের নাম। অথচ নিজেই জানে না, জন্মদাতা কে? আফসোস...
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৫ দুপুর ১২:২৬