শুক্র শনি আমার অফিস অফডে। অফডে মানেই বন্ধুদের সাথে প্লান ছাড়া দিক বিদিক বাইক নিয়ে চলে যাওয়া। সেবার সিলেট থেকে চলে গেলাম, সুনামগঞ্জ। তারপর শহর ছেড়ে নদী পার হয়ে এক গ্রামে। চায়ের দোকানে কথা বলতে বলতে বন্ধু জাহান বলল, কাছেই বর্ডার। বর্ডারের পাশে একটা পার্ক আছে। তার পাশেই একটা বধ্যভূমি আছে। যাবে নাকি? ৪৮জন মুক্তিযোদ্ধাকে এক লাইনে দাঁড় করিয়ে ফায়ার করেছিল '৭১এ, পাক বাহিনী।
আমি বললাম, তাইলে দেরি কিসের। চল উঠি, তাদের বিনম্র সালাম জানিয়ে আসি। আজ সেই ডলুরা বধ্যভূমির ছবি শেয়ার করছি।
প্রবেশ গেট। ৪৮জন শহীদের নাম লেখা আছে গেটের সাদা ফলকে।
গনকবর... আমরা সবার মাগফেরাতের জন্যে দোয়া করলাম।
নিরবে নিভৃত্যে শান্তিতে চিরনিদ্রায় দেশের রত্নরা।
কবর স্থান এবং উদ্দ্যান এর ভিত্তিপস্তর।
পার্কের একটি স্থাপনা। জায়গাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশটা ভীষণ সুন্দর।
উত্তর পাশে কিছু গাছ গাছালি।
কাঁটাতারের ওপারে নো ম্যানস জোন। তারপরেই ভারত। যদিও টহল দেখতে পাচ্ছিলাম না, তারপরেও সীমানার কাঁটা তারের বেড়া আমরা ক্রস করিনি।
বিজিবির একটি সতর্কবানী ফলক।
ফেরার পথে...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১১:০০