২০০৮ সালের একটা লেখা পড়ে চান্দি গরম হয়ে গেল। যদিও লেখকের প্রশ্নের বিপরীতে কিছু কিছু ব্যাখ্যা আমার জানা। তবুও মনে হল, যা বলেছেন, খারাপ না।
লেখাটির প্রসঙ্গ ছিল, নারী, তার অধিকার এবং আমাদের সামাজের প্রচলিত ধর্মে তার অবস্থা। বস্তুত: ইসলাম ধর্মের কুরআনিক এবং হাদিসের রেফারেন্স দিয়ে তুলোধনা করা হয়েছে। যারা হুর নিয়ে বা নারীর সমোধিকার নিয়ে সামু ভাসায়ে দিয়েছিলেন, তারা লেখাটা পড়লে আরামে রাত্রের ঘুম দিতে পারবেন না, যদি পুরুষ হন আর কি ! মানে আপনার যদি দুটা টেস্টিক্যাল আর একটা কার্যকর পেনিস থাকে, আর সেই সাথে পুরুষতান্ত্রিক মনোভাব থাকে।
আর মানুষ হলে, মনের ভিতরে একটা মিশ্র পতিক্রিয়া হবে, সেটা আনন্দের এবং বেদনার।
যাইহোক, হাতে ঘন্টা খানেক সময় থাকলে লেখাটা নিচের লিঙ্ক থেকে পড়ে আসুন। হালকার ওপর ঝাপসার মত করে পড়ার দরকার নেই। ধৈয্যসহকারে পড়ুন।
লিঙ্ক এখানে: পুরুষ রচিত ধর্মে বিকলাঙ্গ নারী
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৫ রাত ১০:১১