এক নয়, দুই নয়, নয় একশতক
গুণে গুণে তিরিশ লক্ষ কিংবা তারও অধিক লাশ,
ছোপছোপ রক্তের দাগ
হৃদয়ের আঙিনা থেকে শুকোয়নি যে এখনো।
সেই রক্তখাদক, যাদের রক্ত পিপাসার শিকার
হাজারো নারী, পুরুষ বৃদ্ধ কিংবা শিশু সন্তান।
এখনো ঘৃণার অভিশাপ যাদেরকে পুড়ে মারে
সেইসব হায়েনারা, লোহার গরাদে রাখা হায়েনারা,
যারা এখন কেবলই সমস্ত দন্ত বের করে মুচকি হাসছে
আর চোখ রাঙাচ্ছে যুদ্ধোত্তর প্রজন্মকে।
দেশমাতৃকার মুক্তিকামী মানুষের খুনি
আলবদর, আলশামস আর তাদের উত্তরসুরী,
হাসছে, সবকটি দাঁত বের করে হাসছে
কখনো মুচকি কখনো বা অট্টহাসি।
চোখে ঘুম নেই, মনেরও একই দশা
রাজাকার হায়েনাদের ওই অট্টহাসি,
ঘুম কেড়ে নিচ্ছে কোটি বাঙালির।
কিন্তু না, ওই অট্টহাসির কণ্ঠ চেপে ধরতে
কোটি বাঙালি জাগ্রত আজ,
ফাসিঁ, ওই ঘৃণ্য পশুদের ফাসিঁ
কোটি জনতার একটাই দাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




