নৈরাশ্যবাদী- এই করোনার সময় আবার ঈদ! জীবন ছাড়খাড়।
আশাবাদী- ফজলি আমের সময়ে ঈদ! শেষ কবে কোরবানীর গরু আর আম একসাথে খেয়েছেন?
ষড়যন্ত্রবাদী- গরু যেন সুলভ না হয়, এজন্যে সূক্ষ্ণভাবে ঈদের সময় করোনা জিইয়ে রেখেছে জায়ানিস্ট, ইলুমিনাতিরা।
নৈরাজ্যবাদী- সব গরু ছিনিয়ে নাও, গরুদের বাকস্বাধীনতা নিশ্চিত করো!
সাম্যবাদী- গরু এবং ছাগলকে একই বটি দিয়ে জবেহ করতে হবে।
তালগাছবাদী- দোকান থেকে বিফ বার্গার কিনে খান, তবুও ঈদের সময় পশুহত্যা করবেন না প্লিজ!
হুমায়ুন আহমেদ ফেক কোট - পৃথিবীতে অসংখ্য বাজে গরু আছে, কিন্তু বাজে বিফ কারি একটিও নেই।
রিপন ভিডিও- বন্দু তোমার গরু দিছে ঢিশ
তুমার ঠোঁটে করবো যে লিপকিস।
জনৈক প্রযুক্তি বিষয়ক মন্ত্রী- অশ্লীল অঙ্গভঙ্গিকারী গরুদের আইনের আওতায় আনা হবে।
জনৈক তথ্যমন্ত্রী- বিএনপি আমলে অসংখ্য গরু রাস্তায় দড়ি ছিড়ে পালিয়ে গিয়েছিলো, এইবার অবস্থা নিয়ন্ত্রণে।
মোস্তফা সারওয়ার ফারুকী- ইন্ডিয়ান গরু আর বাংলাদেশী গাভীর মধ্যে যৌনসম্পর্ক নিয়ে নির্মিতব্য আমার চলচ্চিত্রটি ইতিমধ্যেই ভেনিস, প্যারিস এবং মাদ্রিদে পুরস্কার পেয়েছে এবং বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে।
আমজনতা ফিচারিং শবনম ফারিয়া- খেতে খেতে আট পিস গরুর মাংস খেয়ে ফেলেছি!
ঈদ মুবারক!
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২০ রাত ১২:২৮