সব কিছু বুঝেও যখন না বুঝার ভান করছো তখন বলবো তুমি সত্যি বড় অসহায়। জানি তোমার প্রতি তোমার অনেক বিশ্বাস কিন্তু কোন দিন কি বিশ্বাস কে পরিমাপ করেছো কি না, জানি না। করে দেখতে পারো, দেখবে তোমার মাঝে বিশ্বাস নেই! নিজেকে নিয়ে যতটুকু ভাবো, ঐ ফালতু ভাবনা বাদ দিয়ে তুমি যদি নিচুদের নিয়ে ভাবো। দেখবে তুমি আজ সবচেয়ে ভালো আছো! জানি তুমি সৎ, কিন্তু কতটুকু মর্যাদা রাখতে পারো নিজের? একবার ভেবে দেখবে। তুমি কোন কিছু পাওয়ার আশা করো না, তাই বলে কি অন্য কে বঞ্চিত করবে? তুমি খেলে যাচ্ছো, যেই খেলাটা আজ তোমাকে খুব বেশি আর্কষন করে। খেলতে খেলতে তোমার মাঝে সেই নেশা চলে এসেছে। তাই তো অন্য খেলা টা তোমার কাছে আজ সহজ নয়। ভেবে দেখো এমনি হয়!
তুমি যাই করছো সব মিথ্যে। তুমি যা দেখাচ্ছো সব একদিন হারিয়ে যাবে। তুমি শুধু জানবে তুমি ছিলে কিন্তু ওর বেশি কিছু নয়। কারন এই ভাবনায় তুমি স্বার্থ ছাড়া অর্থহীন কেউ! ভেবে দেখো হয়তো ঐ হাজারোও তুমির ভিতরে তুমি একজন!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




