বিড়াল বছর
অনেক প্রশ্নের কোলাহল শুনি
আর অগুনতি প্রশ্নের বাণে
হাজির হলে যখন তুমি,
ঠিক তখনি...
উত্তরের নিশ্তব্ধতায়
হঠাৎই চারপাশ হলো নিঝুম
ভাংগলো কি ঘুম ?
তোমার চারপাশ ঘিরে তরঙ্গায়িত নদীর ঢেউ,
ঢেউয়ে ঢেউয়ে মধ্যরাতে যখন শুনলে
প্রভু ভক্ত কুকুরের ঘেউ ঘেউ
তখন ভাংগলো কি ঘুম?
উত্তরের নিশ্তব্ধতায়
চারপাশ যখন হলো নিঝুম।।
কোলাহল মাঝে তোমায় কে যেন জানালো উত্তর
সময়ের মারপ্যাচে এ যেন এক ঘোরতর ঘোর ।।
ভাংগলো ঘুম, দেখলে সবই নিঝুম
সবারই হলো প্রস্থান
এ যেন এক মৃতপূরী - গোরস্থান।
তবুও যে খুঁজে পেয়েছিলো তোমায়
তাঁর সুবাসিত সুপ্ত আহ্বানের বোনা জালে
সহজেই আঙ্গাবহ করলো তোমায়
মহাকালের গর্ভজাত এ সময়।।
সদ্য ঘুম ভাংগা তন্দ্রালু চোখে
এখন তুমি দীন হীন রিক্ত বসনা
সময়ের উঃহ কি যে যন্ত্রণা,
তবুও বিড়ালদের ম্যাও ম্যাও য়ে
বছর বছর রয়ে যায় উদ্বেলিত বাসনা
রয়ে যায় "বিড়াল-বছর" নিরন্তর
হয়ে মহাকালের গহনা।।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


