অনেক দিন কিছু লেখি না সামুতে, কাজ এর অনেক চাপ। ক্যামেরাটা নিয়ে যে বের হবো তা ও হয়ে উঠে না। একটা সময় ছিলো যখন ভাবতাম ডিএসএলআর কিনলে কি কি ছবি তুলবো, ইভেন কোন এঙ্গেল এ তুলবো সেটাও লিখে রাখতাম। এর পর কেটে গেলো কতো গুলো বছর, জানি না সেই লেখা কাগজ গুলো কোথায় আছে, সব থেকে বেশি লিখতাম ২৭ নম্বর বাসের শেষ সিটে বসে।
আমেরিকান একটা একটা কল সেন্টারে কাজ করার সুবাদে আমাকে সপ্তাহের ৫ দিন উত্তরায় যেতে হতো, বাসায় নামিয়ে দেয়ার জন্য তাদের পার্সোনাল গাড়ি ছিল কিন্তু সেই গাড়ি সপ্তাহে দুই দিন নষ্ট থাকলো থাকতো বাধ্য হয়েই ২৭ নম্বর বাসে করে মোহাম্মদপুরে আসতাম কতদিন বাসে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর নিজেকে আবিষ্কার করেছি ইডেন কলেজের সামনে, অবাক লাগে কখনোই ভাবিনি জীবনটা বদলে যাবে। তবে আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে।
বউ বাচ্চা নিয়ে গিয়েছিলাম বাসার পাশের পার্কে সেখানেই তোলা এই ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম




শিরোনাম এখান থেকে নেয়া
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



