তুমি বা কার ! কে বা তোমার ?
এই সংসারে।
আপনি যখন নও আপনার
কেন বল আমার আমার...
জগত সব ভুল, স্বপ্নবৎ। আমিতেই মেরেছে আমারে, মেরেছে তোমার বোধ ! ইন্দ্রিয়ের মাঝে শুধু আমিত্বের আঁধার। এই ব্যাটা আমিত্বের বোধ ! তুইতো ব্যাটা আগুন, চেয়ে দ্যাখ, পৃথিবী জুড়ে শুধু মাংসের দোকান, আহা ! চারপাশে শুধু কিমা আর কিমা, থরে থরে কিমা এখানে ওখানে, লুফে নে ! আর কাবাব বানিয়ে খা ! দ্যাখতো একবার, এই আমিত্বের বৃত্তের বাইরে এসে, খুঁজে দ্যাখতো আসল জ্ঞান কৈ ?ব্যাকরনে ? না গণিতে ? ধ্রুব জ্ঞান কি ব্যাটা কাপড় নিংড়ানো জল ? চাপ দিবি আর ঝড়ে ঝড়ে পড়বে তোর উঠোনে। শিয়াল আর শকুনের এই সংসারে শরীরে ওঠা গুটিকয়েক ফোড়ার মত ফুটে ওঠে ব্রম্মজ্ঞানের গুটি, মানুষের ভেতর, মানুষের মনে।
উধাও ভাবুক
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯