একদা কোহলি , ধাওয়ান করিল এক পণ
বিদেশের মাটিতে নাকি বসেনা তাহাদের মন
কোহলি কহিল, "দেখেছেন কি আফ্রিকান গ্যালারী ?
পানিতে ভিজিয়া শুইয়া আছে কত নগ্ন নারী।"
ধাওয়ান কহে, " ভাব নাকি ? হ্যা ? ভাব নাকি আমায় গে,
রাখিয়া নগ্ন মেয়ে চোখে দেখি শুধুই নগ্ন ছেলে।"
ধোনী, রাইনা, জাদেজা ঢিলা প্যান্ট টানিয়া উপরে তুলে
কান্দে আর কহে "গেল বুঝি আমার ফ্যানদের ধুতি খুলে।"
বুকে রাখিয়া হাত, তবে কহে ভারত দল।
"কবে ফিরিব দেশে ? কবে করিব নতুন এ্যাড, প্লীজ আমায় বল।
আমরা ভারত দল, আমরা মানি না পৌষ, মাঘ।
বাস্তবে মোরা বিড়াল হলেও গল্পে ধরি বাঘ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





