প্রথমেই আমাদের জানতে হবে মিউজিশিয়ানদের বুদ্ধি কোন জায়গায় থাকে ?
এর উত্তর হল ২ জায়গায়।
১ - কোমরে
২ - মাথায়।
#কোমরের_বর্ণনাঃকোমর ভর্তি বুদ্ধি লইয়া মূলত যারা সঙ্গীত চর্চা করেন তাদের বলা হয় ভারতীয় শিল্প গোষ্ঠী। তাদের সঙ্গীত চর্চার একটা বিশাল অংশ জুড়ে থাকেন। কোমর নাচানী যাকে ইংলিশে বলা যায় 'এ্যাস ব্যাঙ্গিং' তাঁরা গান গাইতে গাইতে কোমর দিয়া বুদ্ধি বিলাইতে থাকেন
#মাথার_বর্ণনাঃ মাথা ভর্তি বুদ্ধি লইয়া যারা সঙ্গীত চর্চা করেন, তাহলে বলা হয় ব্যান্ড প্রজাতি। উহারা গান গাইতে বা শুনতে উভয় সময়ই মাথা নাচানী তথাপি 'হেড ব্যাঙ্গিং' করে থাকেন।
আগেই সকলকে জানিয়ে রাখছি 'এ্যাস ব্যাঙ্গার'-রা হল খ্যাঁত আর 'হেড ব্যাঙ্গার'-রা হল স্মার্ট। আর আরেকটা জিনিষ মনে রাখতে হবে স্মার্ট সঙ্গীত গোষ্ঠীর ঘাড় কিন্তু ত্যাড়া ও তাদের হাতে থাকএ সর্বদা ছাগলের শিং-এর সাইন
#_এখন_আসি_স্মার্ট_হওয়ার_পদ্ধতিতেঃ সঙ্গীতকে ব্যবহার করে নিজের স্মার্টনেস তুলে ধরার জন্য আপনাকে যে যে পদ্ধতি ব্যবহার করতে হবে তা তা হলঃ
ক - ফেসবুক পদ্ধতি।
খ - ড্রেস-আপ পদ্ধতি।
গ - জ্যামিং পদ্ধতি।
#_ক_ফেসবুক_পদ্ধতিঃ বরাবরই এই এই জাতি সারা দিন রাত ২৪ ঘন্টা লুঙ্গি পইড়া, উপরে নিচে আনসেন্সরড জায়গায় চুলকাইতে চুলকাইতে ফেসবুক ব্যবহার করলেও তাঁরা ফেসবুকে আপলোড দেয় শেরাটন হোটেলের সুইমিং পুলের সামনে কোর্ট শার্ট পড়া ছবি। আসলে কিন্তু হেতি শেরাটনে গেছিল শিক্ষা মেলার ফ্রী এন্ট্রীতে। এ থেকে বুঝা যায় যে স্মার্টনেসের জন্য ফেসবুক একটি অবধারিত বস্তু। এখন সঙ্গীত দিয়া নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য যে যে টাইপ স্ট্যাটাস দিতে হবেঃ
১ - বালাম,হাবিব,হৃদয় খানকে ইচ্ছা মত গালি দিতে হবে।
২ - আবার বন্ধুদের জানাতে হবে এইভাবে যে 'আই লাভ মেটাল মিউজিক'
৩ - লিখতে হবে "হোয়েন আই প্লে গিটার/বেইজ/ড্রামস আই ফীল দ্যাত আই এ্যাম ইন হ্যাভেন"
৪ - সকল মেয়ে বান্ধবীদের জানাতে হবে "মাই গার্ল ফ্রেন্ড ইজ মাই গিটার/বেইজ/ড্রামস "
৫ - লিখতে হবে 'ইজ লিসেনিং টু মেটালিকা/ড্রিম থিয়েটার/ওপেথ'
ইত্যাদি স্ট্যাটাস আপনাকে ফেসবুকে রাতারাতি স্মার্ট বানিয়ে দিবে।
#_খ_ড্রেস_আপ_পদ্ধতিঃ আগে থোতায় বাল রাখতে হবে। তার পর মাথার বাল বড় রাখতে হবে। এইবার একটা ট-শার্ট কিনতে হবে যেখানে লেখা থাকবে 'ওপেথ','ড্রিম থিয়েটার','মেটালিকা' ইত্যাদি। আর কান্ধে একটা গিটার থাকলে তো জমেই যায়
#_গ_জ্যামিং_পদ্ধতিঃ কিছু বাজাইতে পারুক বা না পারুক, মগবাজারে একটা জ্যাম বুক দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে 'ইজ অফ টু জ্যাম' তার পর জ্যামে গিয়ে ২ ঘন্টা ছবি তুলে ও দুই ঘন্টা চা-বিড়ি খেয়ে। বাসায় এসে ছবি গুলো ফেসবুকে আপলোড করে তার স্ট্যাটাস দিতে হবে 'টাইয়ারড আফটার মাই জ্যামিং' ব্যশ স্মার্ট হয়ে যাবেন
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





