আজ দেশের মানুষ, তাদের ফেসবুকের স্ট্যাটাস গুলোতে, হাদিসের বাণী লিখে লিখে হিন্দুদের উপর হামলার নিন্দা জানাচ্ছে। তাতে কি হামলাকারীরা শঙ্কিত ? সবাই আজ হামলাকারীদের বিরুদ্ধে ? আমি বলছি ভয়ের কিছু নেই।
আজ মানুষ হামলাকারীদের গালি দিচ্ছে, তাদের নামে মামলা হচ্ছে, তাদের সনাক্ত করার চেষ্টা চলছে, তদন্ত চলছে তাতে কি তারা শঙ্কিত ? আমি বলছি ভয়ের কিছু নেই।
আরে যে জাতি নিজের বাবা-মার কাছ থেকে শিখে যে হিন্দুদের মালাউন বলতে হয়, যে জাতি হিন্দু কোন মানুষের সাথে ঝগড়া হলে তাদের 'মালাউন' বলে গালি দেয়। যে জাতি একটা হিন্দুদের একটা অনুষ্ঠানে নিজের কাছের হিন্দু বন্ধুটিকেও শুভেচ্ছা জানাতে বারণ করে তাতে নাকি ধর্ম যাবে। যে জাতি হিন্দু দেখলে তাকে ভারতীয় দালাল বলে ঘোষণা দেয়। সে জাতি আজ তোমাদের বিরোধীতা করছে তাতে ভয় কিসের ? আরে দুইটা হাদিসের বাণীই দিচ্ছে যেখানে অন্য ধর্মের মানুষের প্রতি সদয় হওয়ার কথা উল্লেখ করছে। তাতে চিন্তা কিসে ?
হে হামলাকারী, কাল তুমি চীৎকার করে সবাইকে জানিয়ে দিবে যে, "তুমি মুসলিম। মালাউনেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে" ব্যস! সাথে সাথেই দেখবে ঠিক এই জাতিই ঢাল তলোয়ার নিয়ে আবার কচু কাঁটা করে দিবে ঐ হিন্দু সম্প্রদায় কেই। তোমাদের পক্ষ নিয়ে তাঁরা আবার ফেসবুকে স্ট্যাটাস দিবে হাদিস লিখে।
মনে রাখবে, এই জাতি যতই করুক তোমার বিরোধীতা। কাল তুমি নিজেকে মুসলিম প্রমাণ করতে পারলে এই জাতিই তোমার হামলা কে হালাল বলবে।
হে হামলাকারী! মূর্খ এ জাতি! তোমাদের ধর্মের দোহাইয়ের নিচে সারা জীবন বন্দী থাকবে আর তোমাদের কিভাবে হালাল বানানো যায় সে হাদিস ঘাটবে, আর নিজেকে খাটি মুসলিম দাবী করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





