আজ কিলাইয়া হাকাইয়া ছ্যাদাবেদা তাও নিজেরে কহে 'চ্যাম্প'
কিউয়ি পাখী আজ ভারত দলের পিছনে ভরিল স্ট্যাম্প
মততা কান্দে, গান্ধী কান্দে, কান্দে সেনা ক্যাম্প।
ভারত দলের পৃষ্ঠে তাই জ্বলছে রঙ্গিন ল্যাম্প।
মিডিয়া কহে, ষড়যন্ত্র! "পাতানো ছিল ম্যাচ।
খেলার মাঠে,কেন ধোনীরা আজ ধরিতে পারে না ক্যাচ?"
উহা ভাবিয়া ধোনী কান্দে, ধাওয়ান, জাদেজা আলু রান্ধে
সবই হইল ভারতরে লইয়া বিদেশীদের প্যাচ।
ভারতের ফ্যানদের বলি,
"খেলা না দেখিয়া তোরা আজ পর্ণ দেখিয়া খ্যাচ।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





