আজ উম্মার এই কান্না আর মৃত্যুর হাহাকারের মাঝে কিছু ছবি প্রকাশ পাচ্ছে যেখানে লেখা "Ebba Aukerland" সুইডেনের এক প্রতিবন্ধী শিশু হত্যার প্রতিশোধের কথা বলে এই হত্যাকান্ডকে বলা হচ্ছে প্রতিহিংসার হত্যাকান্ড।আসলেই কি তাই?? লরি চালিয়ে উজবেক যুবক হত্যা করল সে কি আদৌ মুসলিম সংগঠনের কেউ নাকি অন্য কেউ তা স্পষ্টভাবে জানে না।'ব্রেনটন ট্যারেন্ট' নামে এই নরপিচাস তার এই নির্মমতার লাইভ করেছে। তাকে বলা হচ্ছে সে এক্সট্রিম শুটার। মানসিক ভারসম্যহীন।
.
কিছু মানুষ বলতেছে এর প্রতিশোধ হিসেবে মুসলিমরা আবার নাকি কোথাও হামলা করবে।এভাবেই নাকি নিরীহ মানুষ মারা যাবে।নিরীহ মানুষ মারার উৎসব তো সেদিন এই কাফির আর মুশরিকরা হযরত সুমাইয়া (রাঃ) কে শহীদ করার মধ্য দিয়ে শুরু করেছিল।
আজ ফিলিস্তিনে শত শত শিশুর আর্তনাদ,মিয়ানমারের শিশুদের আত্ম চিৎকার,কাশ্মীরের মানুষের হাহাকার,সিরিয়ার সাগরতীরে পড়ে থাকা শিশুর মৃতুদেহের প্রতিশোধ কোন মুসলিমা নিরীহ মানুষের উপর নেয় নাই।
.
আজ এই রক্তের দাম আমরা কখনো দিতে পারি নাই। নিজ জাতির রক্তাক্ত এই সাগরের মধ্যে আমরা সত্যি দিশাহীন।আমরা মজলুম হিসাবে আজ নির্যাতিত।তবে ইনশাআল্লাহ একদিন আমাদের বিজয় সুনিশ্চিত।
(হে মুমিনগণ!) তোমরা হীনবল হয়ো না এবং চিন্তিত হয়ো না। তোমরা প্রকৃত মুমিন হলে তোমরাই বিজয়ী হবে। (সূরা আলে ইমরান : ১৩৯)।
সে দিনের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




