![]()
ঘটনা-১
সারাদিন স্কুল। সন্ধায় জিম। রাতে কাজ। সময় নেই কারো সাথে ভালোভাবে দুটো কথা বলার। তবুও সময় যখনই পাই মা কেই বেশি কল করা হ্য় কথা বলার জন্য। মা বলে কথা যাকে কল করলে সবার খবরই পাওয়া যায়। কিছু দিন আগে মাকে কল দিলাম। মা বলল: তোর আপা তোকে নিয়ে একটা দু:সপ্ন দেখেছে তুই যত তারাতারি পারিস তোর আপাকে একটা কল দিয়ে কথা বল।
কল দিলাম সন্ধার পর - আপা আমি......................
আপার উত্তর: তুই পরে কল দে। আমি এখন বিজি ।
আমার সাথে কথা বলার সময় নেই আপার সে সিরিয়াল দেখছে । সিরিয়াল নিয়ে বিজি। জানা হলনা দু:সপ্নটা কি ...!
ঘটনা-২
আবীর নামে আমার এক বন্ধু ছিলো। খুব কাছের বলা চলে।মাঝে মাঝেই আমাার বাসায় আসত। গপসপ আড্ডা চলত। একদিন আবীরের কল- দোস্ত তুমি আমাকে বাচাও।তোমার বাসায় নেট আছে..? তোমার ল্যাপটপ আমাকে কিছুক্ষনের জন্য ইউজ করতে দিবা। আমি বল্লাম ঠিক আছে - চলে আসো।আমি ভেবেছিলাম জরুরী কোন মেইল বা স্কাইফ দিয়ে কারো সাথে কথা বলবে।কিন্তু না ইউটিউবে ষ্টার প্লাস চ্যানেলে সিরি্যাল দেখছে আর ফোনে ওর গার্লফ্রেন্ডকে বলছে সিরিয়ালের নায়িকা কি কি করছে।
আগের রাতে নাকি ওর গার্লফ্রেন্ডের বাসায় কারেন্ট ছিলো না সিরিয়াল মিস করেছে। তাই সকালে ঘুম থেকে উঠেই আবীরের উপর এই অত্যাচার...!
ঘটনা-৩
ঘটনা গত ঈদের। ঈদের শুভেচ্ছা জানাতে সবাইকে কল দিলাম মা বাবা ভাই-বোন কে্উ বাদ গেল না। ছোট ভাগ্নে- ভাগ্নী তাদের সাথেও কথা হল। আমার আট বছরের ভাগ্নী আমাকে যা বলল তা শুনে আমি অবাক।
- মামা তুমি আমাদের বাসায় আসবা কবে। আমি বল্লাম - আগামী বছর।
- মামা তুমি বিদেশ থেকে আসার সময় আমার জন্য পাখি ড্রেস নিয়ে এস.!
বুঝলাম না পাখি ড্রেস কি ..!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




