(১) শরীরে অনেক মেদ জমার কারণে রোগী গেছেন একজন ডাক্তারের কাছে । শুনুন দুজনের কথোপকথোন.............
ডাক্তার : আপনার তো দেখছি অনেক বড় সমস্য। টেনশন করবেন না। আপনার খাওয়া-দাওয়া টা একটু কন্ট্রোলে আনলেই সব সমাধান হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আজ থেকে রাতে দুটো করে রুটি খাবেন।
রোগী : এটা আমার জন্য কোন ব্যপারই না। এতেই কি সমস্যার সমাধান হয়ে যাবে ?
ডাক্তার : হ্যাঁ । আশা করি কিছুদিন এভাবে চললে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
রোগী : তো রুটি দুটো কখন খাবো ? রাতের খাবার খাওয়ার আগে , নাকি পরে ?????
(২) কথা হচ্ছে কলা আর লেবু – এই দুজনের মধ্যে ..........
কলা : আচ্ছা দোস্ত, লোকে যে তোকে এরকম চিপে রস বের করে খায় – তা তোর ব্যাথা লাগে না ??
লেবু : তা তো একটু লাগেই !! কি আর করা , কলা হয়ে জন্মেছে – এটুকু তো সর্হ্য করতেই হবে। আমার কথা না হয় বাদই দিলাম, লোকে যে তোকে এমন নেংটো করে খায় – তা তোর লজ্জ্বা লাগে না ????
(৩) একজন মুদির দোকানে গেছে, চিনি কিনতে। দোকারদার প্যাকেট করতে যাচ্ছিল- এমন সময় .........
ক্রেতা : সেকি !! আমিতো আপনাকে চিনি দিতে বলছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন কেন ?
বিক্রেতা : কই !! আমিতো আপনাকে চিনিই দিচ্ছি।
ত্রেতা : তাহলে বস্তার গায়ে “লবণ” লিখা রয়েছে কেন ??
বিক্রেতা : যাতে করে পিঁপড়ারা বুঝতে না পারে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




