
ঘরে বসি,
আঙুল চোষি!
এই মহামারীর সময়ে ঘরে-বসে আঙুল চোষার পাশাপাশি চলুন একবার সেই ছোট্টবেলা হতে ঘুরে আসি। মনে পরে সেইসব দিনগুলি যখন পাবজি-বাবাজি ছিলোনা? ছিলোনা কোনো আধুনিক সরঞ্জাম! কিন্তু আনন্দ ছিলো। আর সেই আনন্দের মূলে ছিলো কখনও ধাঁধা, কখনও কৌতুক, কখনও গানের কলি কিংবা নাম-দেশ-ফুল-ফল!
সেইদিনে একটু বিচরণের চেষ্টায় এই পোস্ট। সবাইকে অনুরোধ থাকবে মন্তব্যে আগের মন্তব্যে/উত্তরে দেওয়া গানের শেষ বর্ণ/উচ্চারণ দিয়ে একটি গানের প্রথম লাইন/মুখের কথা লিখার জন্য। আবার তার শেষের বর্ণ দিয়ে আরেকজন। এভাবে চলতে থাকবে.....
আর যাঁরা গান না দিতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে ধাঁধাঁ/কৌতুক/মজার কোনো ঘটনা মন্তব্য করার।
এটাই আপনাদের নিকটে চাওয়া ঈদী। আশা করি কেউ কিপ্টেমি করবেন না
প্রথম গানটা আমিই দিচ্ছি......
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ
Now your turn with "দ"
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



