♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)
ভাই শাইয়্যান,
এর আগেও আপনাকে একখানা পত্র লিখিয়াছিলাম যার মাধ্যমে আপনাকে না বলা অনেক কথাই বলেছি। তাই সেসব টেনে আর পাঠকের বিরক্তি বাড়াতে চাইনা। সরাসরি পয়েন্টে আসি।
সম্প্রতি “সংখ্যার হিসেবে পোস্টে গড় হিট বিবেচনায় ২০২৪ সাল পর্যন্ত সামু'র সেরা ১৯ সক্রিয় ব্লগারদের লিস্ট” পোস্টে আপনার ডেডিকেসন নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সেই পোস্টে আমার সম্পর্কে যে তথ্য উঠে এসেছে তাতে কিছু গাণিতিক সমস্যা আছে মনে করেই আত্মপক্ষ সমর্থনে এই পোস্ট লিখছি।
প্রথমত, ২০২৪ সাল এখনো চলমান। তাই এখনই “২০২৪ সাল পর্যন্ত” টার্মটা ব্যবহার মনে হয় ঠিক হচ্ছে না।
দ্বিতীয়ত, আপনি হয়তো ব্লগটি কতবার দেখা হয়েছে তাকে প্রকাশিত পোস্ট সংখ্যা দিয়ে ভাগ করেছেন (৭০২৪X২০=ব্লগটি ১৪০৪৮০ বার দেখা হয়েছে)। আর তাতেই আমার নাম সর্বপ্রথমে চলে এসেছে যা দেখে আমি লজ্জিত, বিব্রত, এবং চিন্তিতও। কারণ, আমার সিংহভাগ পোস্টই ড্রাফট-এ নিয়ে গিয়েছি। কিন্তু ব্লগটি কতবার দেখা হয়েছে তাতে ড্রাফট করা পোস্টের যে অবদান, সেটা কিন্তু কমে যায়নি। তাই এটা আমার সর্বমোট প্রকাশিত পোস্টের ভিউ। সেদিক হতে আমার অরিজিনাল প্রকাশিত পোস্টের সংখ্যা দিয়ে এটা ভাগ করলে অবদান এসে তলানীতে ঠেকবে। তখন সেরা ১৯ নয়, সব ব্লগারের লিস্ট করলেও তাতে আমার ঠাঁই হবে তলানীতে। তাই এভাবে লিস্ট হওয়াতে মনে হয় প্রকৃত হকদার বঞ্চিত হয়েছেন।
আর তৃতীয়ত, কাউকে স্টাডি করার দরকার আছে বলে আমার অন্তত মনে হয়না। বরং আপনি নিজের কাজে নিজের মতো করে নিয়োজিত থাকেন। তখনই প্রকৃত সাফল্য ধরা দিবে। আইনস্টাইনকে স্টাডি করে নিউটনের জন্ম হয়নি। বরং স্বীয়ক্ষেত্রে ব্যস্ত থেকেই উভয়েই স্বনামধন্য। আশা করি বুঝতে পেরেছেন।
এনিওয়ে, কাভা নাকি আগের মতো ব্লগ টিমে জড়িত না। আর ব্লগে নাকি “সোনা গাজী” নামে নতুন নিকের আগমন ঘটেছে। আপাতত এই দু'টি জাতীয় ইস্যু নিয়ে ভীষণ উদ্বিগ্ন আছি। তাই আপনাকে আর বেশি সময় দিতে পারছি না বলে দুঃখিত। ভালো থাকবেন। বেয়াদবি ক্ষমা করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


