♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)
মেঠোপথ আর মশিউর ভাইয়ের জেনারেল হওয়া জেনে এক নতুন চিন্তা মাথায় এসেছে। মামুর ব্যাটা সামু মডারেসনে যতোই নির্জীব হোক, জেনারেল তৈরীতে কখনো পিছপা হয় না। মনে হচ্ছে মডারেসনের বেশিরভাগই আর্মিতে ছিলেন এবং আছেন। তাই মডারেসনের মূল লক্ষ্যই হচ্ছে এনি হাউ জেনারেল তৈরী করা। আর তারই প্রেক্ষিতে মনে হয়, এখনই সময়। ইরানের মতো দক্ষ বাহিনী আর সমরাস্ত্র যদি বাংলাদেশও চায় সেক্ষেত্রে দায়িত্বটা মডারেসন টিমকে দেওয়া উচিৎ। তাতে বোধ করি স্বল্প সময়ে ঘরে-ঘরে জেনারেল তৈরী হবে।
জেনারেল তৈরী করা ভালো। কিন্তু কোনো পূর্ব ঘোষণা কিংবা আলোচনা ছাড়া এভাবে হঠাৎ করে একজনকে ধরে যখন বলা হয়, “এই এখন হতে তুমি জেনারেল। যাও মিসনে যাও।” তখন এই হঠাৎ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, গাট্টি-বোজকা না বেঁধে মিসনে যাওয়াটা কি এতোই সহজ? তাই সামুর কাছে অপূরণীয় অসংখ্য দাবী থাকা সত্ত্বেও আমার নতুন দাবী “নির্বাচিত পাতা” টাইপে “মডারেসন পাতা” নামে নতুন আরেকটা ট্যাব ক্রিয়েট করা হোক। আর সেই ট্যাবের অধীনে মডারেসনের সব কার্যক্রম থাকবে। যেমন-
১/ বর্তমান জেনারেলদের তালিকা।
২/ আপকামিং জেনারেলদের তালিকা।
৩/ জেনারেলদের তালিকা হতে নাম কর্তিতদের তালিকা।
৪/ সদ্য মিসন হতে ফেরত আসাদের তালিকা।
৫/ মডারেসনের দায়িত্বে থাকা কর্তাগণের তালিকা।
সেইসাথে থাকবে মডারেটরদের বিশেষ বিবৃতি টাইপের ব্লগ যেখানে জেনারেল তৈরীর প্রেক্ষাপট, সময়কাল, মিসনের নাম, মিসনের ব্যপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সেইসাথে কাউকে কেনো মিসনে পাঠানো হবে না সেই তথ্যও উল্লেখ করা যেতে পারে। পাশাপাশি মিসনে যোগ না দেওয়া কিংবা মিসনের সময় হ্রাসের জন্য প্রদেয় হাদিয়ার পরিমাণও উল্লেখ থাকতে পারে। এতে করে পাঠকগণও এই জেনে গর্বে গর্ভবতী হতে পারেন যে তার কোন প্রিয় ব্লগার জেনারেল হচ্ছেন। সেইসাথে মিসনের ব্যপ্তি জেনেও নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চিন্ত থাকতে পারেন। পাশাপাশি মিসনের প্রেক্ষাপট জেনে অনেক আগ্রহীগণও সেই প্রেক্ষাপট তৈরীর মাধ্যমে নিজের জেনারেল হবার পথ সুগম করতে পারেন।
সামুর এই দেশের প্রতি নিবেদিত জেনারেল তৈরী সফল হোক!
জয় সামু!
সামু জিন্দাবাদ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


