প্রথম আলোর অসাধারণ রিপোর্ট ছিল কন্যা সাহসিকা, শিরোনামটিও চমৎকার। এই ধরনের রিপোর্ট থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নারীরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সাহসী হয়ে উঠবে। হিরণের মতো কুলাঙ্গার আমাদের সমাজে কম নয়, কিন্তু হরিণ ছাড়িয়ে গেল সবাইকে। হিরণ ঐ এলাকার প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকের বরাবর একটি আবেদন করেছেন, নিজের ঢোল নিজেই বাজিয়েছেন। ঐ চিঠিতেও বুঝা যায় তিনি সুবিধার লোক নন। কিন্তু কতিপয় ব্লগার মিনিটে মিনিটে হিরণের পক্ষে ঐ চিঠিটি পোস্ট করে প্রথম আলোর বিপক্ষে গালাগালি করে যাচ্ছে। হিরণ এবং তার দোষরদের বলি, ভাল হয়ে যান, নারী বিদ্বেষী মনোভাব ভাল নয়। মেয়েটির এই সাহসিকতা শুধু সাহসিকতাই নয়, তার জন্য বিপদজনকও বটে। বহু কুলাঙ্গার তার বিয়ে ভবিষ্যত বিয়ে ভাঙ্গার চেষ্টা করবে।
কতিপয় ব্লগার বারবার একই পোস্ট দিচ্ছে হিরণের পক্ষে, এরাই আবার তথাকথিত পোস্টটি স্টিকি করার জন্য চাপ দিচ্ছে। আশ্চার্য হই এই সব হীন মানসিকতা দেখে। নিচে ব্লগারগণ হিরণের এই ঠিকানা ব্যবহার করছে।
মোঃ শওকত আলী খান হিরণ
আনোয়ারা মঞ্জিল
সিনিয়র মাদ্রাসা রোড
কলাপাড়া, পটুয়াখালী
মুঠোফোন: ০১৭১৫১৬৪৯৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




