
এখন শহুরে আকাশে আর রাতের চাঁদ দেখা যায়না,
মাঝে মাঝে বারবনিতারা হেঁটে যায় কোলাহল করে,
রকমারি নিয়ন আলোয় চেপে.........
যদিও সকলের চলাফেরার পার্থক্যটা দ্রুত লয়ে কমে
এসেছে জীবনযাপনের ধারাবাহিকতায়.......
মাঝে মাঝে তোমাকে আমার বারবনিতা মনে হয়।।
বর্ণহীন সময়গুলো এখন বড্ড একঘেয়ে,নুন ছাল
ওঠা রুটিতে ছত্রাক দেখা দেয় যখন।
দেখতে ঠিক তেমনটি...।
বেশীরভাগ কবিরা এখন ব্যাপক আধুনিক, তাদের
খুব একটা দুঃখ কষ্ট নেই । কারণ উচ্চবিত্তের বাড়িতে
তাদের এখন অবাধ আনাগোনা।
শিল্প এখন ড্রয়িং রুমে
সাজানো দামী অ্যাশট্রের মতো ,সত্য উন্মোচনে
চাপাতির আঘাতে রক্তাক্ত হয় কলম,
পাথুরে শহর, পাথর সময়, অপেক্ষার প্রহর
নির্বিকারে চেয়ে রয় বাস্তবতার মোড়কে।
শুধু মাঝে মাঝে বোধের ক্রন্দন চাপা পড়ে
সুউচ্চ ইট কাঠের কাঠামোর ভীড়ে । অনাকাক্ষিত ভয়ে
কুঁচকে যাই আমি অবাস্তব ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



