
যে মোহের টানে সরে গেছো দুরে
জেনেছি
সে বরাবরই রয়ে গেছে অধরা।
অপরদিকে,
অকথ্য জ্বালা বুকে বয়ে চলেছি
আমি একাকী নিঃসঙ্গ ধ্রুবতারা।
মোহমায়া জালে তুমি ফেঁসে গেলে
কেন যে নিজের ভালো টুকু বুঝলে না।
কি করে প্রবোধ দেব এ মনকে
কোন সে বাক্যে জানাবো স্বান্তনা?
বিরহী এ বেলায়,তব অবহেলায়
বয়ে বেড়াচ্ছি যত জ্বালা একা একা।
মসৃণ ছিল যে পথ একদা জানি না
কোন সে ভুলে হলো আঁকা বাঁকা?
সেই ভালো সেই ভালো থাকি নিজের মত
হয়ে নিঃসঙ্গ ধ্রুবতারা।
যা কিছু শুধু দেখে যাবো পাথর চোখে
রবো নিথর নীরব বাকহারা।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



