চাঁদের পাশে শুকতারাটি,আনমোনা আজ কেন ?
মেঘের ছায়ায় তার অভিমান কি আছে লুকানো?
পুব আকাশে উদাস মেঘের আঁকিবুকি খেলা।
নারকেলের ওই পাতার ফাঁকে হাজার রঙের মেলা ।
ঝিরিঝিরি মাতাল হাওয়া বইছে শনশন।
নিঝুম রাতে একলা হতে বড্ড চাইছে মন।
শুনশানশান নীরবতায় ,দীঘির রূপালী জল।
বাতাস খেলে ঢেউয়ের খেলা নেইকো কোলাহল ।
ঝিঁঝিঁ ডাকে , ডাকে কোথাও রাত জাগা এক পাখি।
তাঁর বিরহে রাত প্রহরে একলা একা থাকি ।
বাতাসে সুর নুপূর বাজায় জোছনা মাখা হাতে।
মন কেমনের ভালো লাগা ,সুখ আছেগো তাতে ।
ঝিরিঝিরি ঝরে কুয়াশা আজি এ শারদ রাতে
ঘাসের ডগায় শিশির বিন্দু, চিক ধরে জোছনাতে ।
ভাবছি বসে একলা আমি জোড়া দীঘির পাড়ে।
এই তো আমি, কোথায় তুমি , ঠিক কতটা দূরে?
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১০ আগস্ট ২০১৯