আমার অসুখের খবর শুনেও তুমি এলে না।
এলেই কী ভালোবাসতে বলতাম।
জড়িয়ে ধরে উষ্ণ আলিঙ্গনে রাখতাম?
চাইতাম কি নীল অপরাজিতা ফুল?
এতটা ভয় আমাকে ?
মেয়েরা তো এরম হৃদয়হীন হয় না।
তাই বুঝি নিজেকে দোষ দিয়ে তুমি বলো," আমি ব্যতিক্রম"
তুমি তো জানো
তোমায় চোখের দেখায় আমি বড্ড আরাম পাই।
এমন অসুস্থতার দিনে
ভালো যদি না বাসো তো সে আর কী করা!
একটু তো চোখের দেখা দাও।
আচ্ছা
সব ভক্তদেরকে কী মানুষ ভালোবাসে?
সম্ভব?
তবুও তাদের সাথে সাধ্য মত দেখা করে
কুশল বিনিময় হয়।
লোক দেখানো ছবিও তোলে কখনও কখনও
হাতে হাত মেলায়।
এটুকুই তো চাই
বলো নেবে কি আমায়?
আসবে কি একবার?
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫৬