তোমার দেওয়া স্বপ্ন ছবি জমিয়ে রাখি
রাত বিরেতে দরজা খুলে অপেক্ষায় থাকি।
শোন মেয়ে তোমায় আমি ভালোবাসি
বিনিময়ে হাত বাড়ালে তাতেই খুশি।
মগ্ন রাতের নিঃশব্দ প্রহর চমকে তাকায়
আধখোলা চাঁদ হাসতে হাসতে লজ্জা লুকায় ।
ধানের শীষের নরমে জমা শিশির বিন্দু
জমে জমে ক্রমশঃ হতে পারে এক সিন্ধু।
কোন কারণে এখনও তুমি দুরে থাকো?
এমন করলে আমি কিন্তু আর ডাকবো নাকো।
তখন তোমার খুশি গুলো কান্না হবে!
জীবন ভর দুঃখ নামের বন্যা হবে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৭ এপ্রিল ২০২৫