
মদখোর: মদ খাইতে বড় মজা আমি কাহারে বুঝাই!
এই বোতলডা অমৃতের ভান্ড, আর তো কিছু নাই॥

গাঁজাখোর: গাঁজা খাইতে কী যে মজা, কারে বা বুঝাই!
আমি এক টানেতে এই পৃথিবীর রাজা হইয়া যাই॥

মদখোর: হুইস্কী, ব্রান্ডী যতই খাইনা,
জংলী শরাব চাই বাবা-
(আমি) কাচড়ার মধ্যি শুইয়া খাহি,
কুত্তায় আইস্যা দেয় থাবা।
হালায় গরম জল ছিডায়,
আমার নেশার ব্যাঘাত হয়-
(আবার) পুলিশ ব্যাডার কাজ-কাম নাই,আমারে গুঁতায়॥

গাঁজাখোর: (আমি) গাঁজা খাইয়া সোজা হইয়া,
চলি বা না চলি তায়-
(আমার) অ্যাজমা হোক আর হাঁপানী হোক,
কার বাপের কি আসে যায়?
নেশায় সুস্থ থাহে মন, আমার গোঁসাই বাবা কন্
আর, গায়েন ব্যাডা জানে কিডা, ও এক নরাধম!!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


