বি.এন.পি'র একজন অনলাইন আ্যাক্টিভিস্ট (ফাহাম) কয়েক মাস আগে বলেছিলেন-'বি.এন.পি যখন ব্যাক ফেয়ার করবে তখন নিতে পারবেন?' গতকাল একজন বললো সোহাগ হত্যার এরকম ভিডিও ,অডিও ভাইরাল হতেই থাকবে। এসব মানিয়ে নিতেই হবে .... ব্লা ব্লা.. । পরোক্ষ্য বয়ান- মেনে নিন , সহ্য করুন, এছাড়া উপায় নেই । এটাই জনগণের নিয়তি ।
আজ জাহিদুর রহমান বললেন-'বি.এন.পি ছাড়া আমাদের গতি নাই,বিকল্প নাই '।
তারও আগে আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন, বি.এন.পি কে উদ্দেশ্য করে বলেছেন- চাঁদাবাজি নিয়ে বেশি লাফায়েন না , এটা হবেই, আপনারাই খাবেন ,ধৈর্য ধরুন। (কুড আনকুড)
এসব মন্তব্য তৃণমূল পর্যায়ে উৎসাহ পায়। গ্রাউন্ড লেবেলে এসবের পরিণতি কেমন হতে পারে সেটার ফলাফল প্রতিনিয়তই ঘটছে। এরকম শত শত উদাহারণ দেওয়া যাবে। আওয়ামী লীগ ১৯৮১ সালের পর স্বৈরাচার হাসিনা ব্যতিত কেউকে দলের সভাপতি করতে পারেনি। দীর্ঘ শাসনালে শুধু শুনেছি হাসিনার বিকল্প নাই , হাসিনা ধরা ছোঁয়ার বাইরে , যেন স্বর্গীয় দূত। ফলাফল হাসিনার ফ্যাসিজম। বিকল্প নিয়ে ভয় পাওয়ার চিন্তা সৃষ্টা করে রাখেন সব সময় । প্রকৃতির শূণ্যস্থান সে নিজেই পূরণ করবে। হাসিনার বিকল্প নাই এই ন্যারেটিভ প্রমাণ করে যে এসব কথাবার্তা অমূলক ছাড়া কিছুই না। তবে বি.এন.পি'র সামেন ব্যাপক সুযোগ ,সেটা মনে হয় হারাবে। আমাদের হয়তো আরও লড়াই সংগ্রাম করতে হবে, আরও হাজারো মানুষের জীবন দিতে হবে। তবে এভাবে চলবে না.... ৫ই আগস্টের পর মানুষ এখন অনেক রাজনৈতিক সচেতন হয়েছে। এটা অন্যতম প্রাপ্তি বলে মনে করি।
এভাবেই বি.এন.পি জালিম জালিম হয়ে উঠছে এবং উঠবে। এর ফলাফল খুব ভয়াবহ হবে আগামীতে । মিডিয়াগুলোর নিয়ন্ত্রণ অনেকাংশেই বি.এন.পি'র হাতে। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম বাঙালির স্বপ্নই রয়ে গেল। এই জাতির মুক্তি নাই। বাংলাদেশের রাজনীতি থেকে যতসম্ভব দূরে থাকা যায় ততই ভালো থাকবেন। সম্ভব হলে বাংলাদেশ থেকেও বিরত থাকুন। সরি টু সে।
ন্যারেটিভ মেকারদের এমন মন্তব্য সত্যিই আমাকে আশাহত করে । এনিওয়ে দেশের মানুষ ভালো থাকুক সেই কামনা করি । এসব অংশনি সংকেত। অনেকদিন পর ব্লগে আসলাম, আশাকরি সবাই ভালো আছেন। ব্যস্ততায় আপনাদের লেখা পড়া হয় না , আসা হয় না । ভালো থাকবেন অনেক বেশি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৫ রাত ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


