ইচ্ছেকে সঙ্গী করে স্বপ্নে হারিয়ে যাই।হারিয়ে গিয়ে স্মৃতি হাতড়াই।হাতড়াতে হাতড়াতে অজানা গন্তব্যে চলে যেতে থাকি।সেটা নিশ্চয়ই অতীত।একটা নদী,পাশে কাশবন,উচু টিলা।তারপাশে শুভ্র পোশাক পরা একটা মেয়ে দাড়িয়ে আছে।
মেয়ে তুমি এখানে কি করো?
-ঘুড়ি ওড়াই
-আশ্চর্য!তাহলে তোমার হাতে নাটাই নেই কেন?
-ঘুড়িটাকে ঐ আকাশে ছেড়ে দিয়েছি।মুক্তভাবে উড়ুক
-আর নাটাই?
-মানিক চাচা বলেছে বাকিতে দেবে না
-কিন্তু আমি যে..
-কিন্তু কি?
-না থাক চললাম
-এই এই যেও না প্লিজ।নাটাই কিনে দেবে না আমাকে?
-মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না
-যাও তবে
-কিন্তু আমি যে জানতাম নর নারী এক সাথে চললে নাকি পথ অতি কাছে মনে হয়
-আর পড় নি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে?
-চললাম
হাটতে হাটতে উচু পাহাড়টার সামনে এসে দাড়ালাম।সেটার পাশ দিয়ে একবেকে চলে গেছে একটা রাস্তা।পশ্চিমে লালচে আকাশে সূর্যটা এখনো ডুবে যায় নি।হাটতে শুরু করলাম।এক পা দুই পা তিন পা।দুই পা ছাড়া তৃতীয় পা টা হল সময়।সেটা আজ অনেক বছর পেরিয়ে এসেছি।
স্মৃতি হাতড়ানো শেষে একটা গল্প লিখতে ইচ্ছে করছে।সত্যিকারের গল্প,একলা চলার গল্প,নাটাই ছাড়া ঘুড়ির গল্প,মানিব্যাগ হারিয়ে চরম ভাবে বেচে যাওয়ার গল্প

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




