-ছেলেটা কি পরে থাকে জানেন?
-না তো জানি না।ঐ হয়তবা ব্লাক টি শার্ট,আর জিন্স।
-না হয় নি।সে শার্ট পরে থাকে,সাদা শার্ট।আর মেয়েটা নীল জামদানির সাথে কপালে কালো টিপ
-সাদা শার্ট কেন?
-আমার ফেভারিট তাই।হি হি হি
এক পশলা হাসির শব্দে ফোনের দুই প্রান্তে চলতে থাকে আলাপন,আনিকার স্বপ্নের পথচলা এগিয়ে যায় আরেকটু।আমি বিভোর হয়ে শুনি।
ওর স্বপ্নটা আমার মুখস্ত হয়ে গেছে।অনেক বার শোনা হয়ে গেছে।সাথে মাঝপথে হাসি দিয়ে স্বপ্নের বিস্তৃতির আভাস দেয় সে।
এটা ওর স্বভাবজাত অভ্যেস।কোন কিছু বলতে বলতে হঠাত্ করেই মাঝপথে হেসে ওঠে।ফোনের এ প্রান্তের মানুষটার কথা শোনার সময় তার কাছে নেই।অন্তত মাস দুয়েকের ফোনালাপে তার সম্পর্কে আমার ধারনার ঝুলিতে এটাই জমা পড়েছে।
ফেসবুক মেসেজালাপের কয়েক লাইনের আলাপন "আপনি" তে থাকতেই হঠাত্ করে ফোন নাম্বার চেয়ে বসে আনিকা।মজা ভেবেই একটা ইমো দিয়ে এড়িয়ে যাই।কিন্তু সে এক গুয়েমি স্বভাবে হাল ছাড়ে না।ব্যর্থ হয়ে অবশেষে দিয়েই দিলাম আমার জন্য বরাদ্দকৃত এগারো ডিজিটের আমার মুঠোফোন নাম্বার।আর তারপর থেকেই ওপাশের মানুষটার কথার ফুলঝুরিতে আমার শ্রবন ইন্দ্রিয়ের খেলা শুরু।
সে শুধু বলে গেছে,আর আমি শুধু শুনে গেছি।শুনতে শুনতে একবার মনে হয়েছিল এর শেষ হওয়া দরকার।কিন্তু আমি পারি নি।
সে বলে যায় নিজর কথা অবিরাম,তা শেষ হবার নয়।ঘুম ঘুম ভাব কাটে না,হাত ফসকে পড়ে যায় মুঠোফোন।লোডের দোকানদার আজকাল সন্দেহের চোখে তাকায়,দরজায় কোন ছায়া পড়লেই চমকে উঠি।
আনিকার সাথে আমার সম্পর্কটা ঘোষিত ভাবে আপনি তুমিতেই আছে।আর অঘোষিত ভাবে নিজেই নিজের আকাশটাকে সাজিয়ে নেওয়াতেই সীমাবদ্ধ।
আমায় প্রতিনিয়ত আনিকা তার স্বপ্নের কথা বলে।সেই স্বপ্নে একটা ছেলে আছে,সে শার্ট পরে থাকে,সাদা শার্ট,পায়ে চটি।আর নীল জামদানি শাড়ি আর কপালে কালো টিপ দেওয়া একটা মেয়ে ছেলেটার হাত ধরে নদীর তীর দিয়ে হাটতে হাটতে চলে যায় ঐ দূর বালুচরে।মেয়েটা এক সময় ছাড়িয়ে হাতের তালু উল্টো করে দেয় ছেলেটির দিকে।ছেলেটা লুকিয়ে রাখা একটা আইস্ক্রিম মেয়েটার হাতে দিয়ে দেয়।মেয়েটা সেটার ভাগ ছেলেটাকে দেয় না।
আনিকার স্বপ্ন বলা শেষ হয় না।আমি অনুভব করি ঘুমের,হাত ফসকে পড়ে যায় মুঠোফোন।চোখ বুজে আসে,ঝাপসা দেখি।ঐ দূরে নদীর গা ঘেষে এলোকেশে দাড়িয়ে আছে একটা মেয়ে,নীল শাড়িতে চুল গুলো উড়ছে।তার সাথে ছেলেটা নেই।ছেলেটার কষ্ট হয়,তার সাদা শার্ট নেই।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




