সময়ের দাবী,
মোহাম্মদ রফিক এখন সময়ের দাবী, দাবী রফিক প্রেমী ভাই বোনদের, ক্রিকেট প্রেমীদেরও দাবী একটাই।
মোহাম্মদ রফিককে চাই জাতীয় দলে। দেশের মাটিতে খেলা এখানেই রফিককে চাই।
যদি আইসিসি কমিটিতে আইনের কোন ঝামেলা না থাকে তবে আমাদের সকলের দাবী আমাদের দেশের ক্রিকেট বোর্ড মোহাম্মদ রফিকের বিষয়ে ভেবে দেখবেন, এবং তাকে আবার দেশের স্বার্থেই জাতীয় দলে খেলার জন্য অনুরোধ করবেন।
বোর্ডের কারোর সাথে যদি রফিকের কোন রকমের সম্পর্কের টানাপোড়ন থেকে থাকে তবে আশা করি তিনি বা তাহারা দেশের স্বার্থেই সব ভুলে আবার রফিক কে দলে আনার ব্যবস্থা করবেন।
আপনাদের মতামত ও সমর্থন চাই.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



