দয়া করে একটু পড়ুন ও সাহায্য করুন। কেউ কি আছেন, যার কাছে আমার সমাধান আছে? আমি সাহায্য প্রার্থী ।
আমি কাজী নজরুল ইসলাম এর একটা কবিতা হারিয়ে খুজছি।
কেউ কি আছেন, যিনি জানেন বা তার ব্যক্তিগত সংগ্রহেই আছে সেই কবিতা " গোবাক তরুর সারি " ।
আমি এই কবিতাটির পিডিএফ অথবা এমপি৩ কপি পেলে খুব খুশি হবো। সাহায্য দাতার জন্য অগ্রীম ধন্যবাদ।
অথবা, এমন কোন লিংক যেখানে শুধুই কবিতার সাগর, সাগরের ঢেউয়ে হারিয়ে যেতে আমার ভয় নাই। ধন্যবাদ সবাইকে সময় করে লেখাটি পড়ার জন্য।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



