শিখবো কার কাছে
মানব জীবনে শিখার শেষ নাই , কিন্তু কার কাছে শিখবো এই নিয়ে আমাদের মাথা ব্যথা, কিন্তু শিখে ও অনেক কিছু শিখা থেকে আমরা বঞ্চিত, তাইলে আমরা কি শিখতেছি এরকম নানা প্রশ্ন থেকে যায় মনে , শিখে মানুষ জীবন কে সুন্দর করার জন্য, কিন্তু জানেন কি এই শিখা ও অনেক সময় জীবন সুন্দর করতে পারে না, তাইলে পরিপূর্ণ শিক্ষা কিভাবে অর্জিত হয় আসুন একটু গভীরে প্রবেশ করি ,
আমরা বিভিন্ন ভাবে শিক্ষা অর্জন করি , মূলত শিখার জন্য ই , এই শিখা থেকেই মানব জীবন সুন্দর ও যথার্থ হয় । কিন্তু কেন জেনো মনে হয় তারপর শিখা আর হয় না ।
এখন আমি কয়েকটা বিষয় তুলে ধরবো যেগুলো থেকে আমাদের শিখা উচিত যা আমাদের সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা দিবে ।
∆ নিজের পরিবার ও সমাজ থেকে শিখা :- একটা শিশু জন্মের পর পরিবার থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে , তারপর সমাজ থেকে শিখে একে একে সব কিছু থেকে শিখে , আসলে মানুষ কে শিখানোর পিছনে সমাজ ও পরিবার ই প্রথম ভূমিকা রাখে ।
∆মানুষের কাছ থেকে শিখা :-অনেকে বলবে ভাই মানুষের কাছ থেকে কেমনে শিখবো , এজন্য আপনাকে সমাজে বসবাস কারি সকল মানুষের সাথে মিশতে হবে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে তাদের সুখ দুঃখ কথা শুনতে হবে , এভাবেই ওদের জীবন দর্শন থেকে আপনি শিখতে পারবেন অনেক কিছু যা আপনার ব্যাক্তিত্ব গঠনে বিরাট ভূমিকা রাখবে ।
∆বন্ধুবান্ধবদের কাছ থেকে শিখা :- আমাদের সবার জীবনে বন্ধু আছে , বন্ধুরা আমাদের জীবনে একটু গুরুত্বপূর্ণ অংশ , তাদের চিন্তা চেতনা মাঝেমধ্যে আপনাকে নতুন কিছু ভাবতে শিখাবে , এভাবে আপনি শিখতে পারবেন অনেক কিছু যা আপনার জীবনে অনেক কাজে দিবে।
∆ গুরুজনদের কাছ থেকে শিখা:- আমাদের আশেপাশে অনেক গুরুজন আছেন , মাঝেমধ্যে তাদের দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন , আপনার যদি কোন জিনিস জানার ইচ্ছা হয় তখন আপনি তাদের কাছে প্রশ্ন করবেন , দেখবেন অনেক সময় এতো সুন্দর উওর দিবেন যে আপনি প্রায় অবাক হবেন ।
∆ ছোটদের কাছ থেকে শিখা :- অনেকেই বলবে ভাই ছোটদের কাছ থেকে কেমনে শিখে । আপনারা হয়তো জানেন ছোট দের কৌতুহল বেশি , ওরা বেশি জানতে চায় তাই অনেক সময় এমন প্রশ্ন করে যে আপনি রীতিমত অবাক হন , যেগুলো আপনার জানার পরিধি আরো বাড়িয়ে দিতে পারে ।
∆ শিক্ষকদের কাছ থেকে শিখা :- বাবা মায়ের পরে ই শিক্ষকদের স্থান । একজন ছাত্র সর্বদা শিক্ষকের আর্দশ ই গ্রহন করে , সুতরাং জানার বা শিখার ক্ষেত্রে শিক্ষকের অনেক গুরুত্ব রয়েছে ।
∆বই পত্র থেকে শিখা :- মানুষ পড়াশোনা করে জানার জন্য, আর বই পত্র হলো সেই মাধ্যম যা মানুষকে জ্ঞানের জগত কে বাড়িয়ে দেয় , তাই বেশি বেশি বই পড়ুন । অনেক কিছু এমনেই শিখে যাবেন ।
∆ ধর্মীয় গ্রন্থ থেকে শিখা :- ধর্মীয় গ্রন্থ হলো সেই গ্রন্থ যা মানুষের জীবন কে উন্নত ও কল্যাণময় করে , শিখার বা জানার ক্ষেত্রে এই গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
∆ নিজ জীবন দর্শন থেকে শিখা :- আমাদের সবার জীবনে মাঝেমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে , এসব ঘটনা তে থাকে শিক্ষনীয় অনেক কিছু তাই জীবন থেকে শিখা ও একটা মাধ্যম ।
সর্বোপরি শিখার কেনো বয়স নেই , আপনি যেকোন অবস্থাতেই যে কারো কাছ থেকে কোনো কিছু শিখতে পারেন । বিষয়টা হলো আপনার মধ্যে জানার ও শিখার আগ্রহ থাকাটা জরুরি। আগ্রহ থাকলে আপনি নিজেই খুঁজে পাবেন আপনার শিখার বিভিন্ন মাধ্যম।