"পড়াশোনা"
এ.কে.এম . রেদওয়ানূল হক (নাসিফ)
পড়াশোনা করা এতো কঠিন কাজ তো নয়
না চাইলে পড়াশোনা কঠিন হয়ে ই তো রয় ,
থাকে না যদি মানব তোমার পড়াশোনার প্রতি মন
তাইলে তো লাগবেই পড়াশোনা কঠিন প্রতিক্ষণ ,
বুঝতে যদি মানুষ তুমি পড়াশোনায় ই সর্বপ্রাণ ,
তাইলে কখনো করতে না তার এতো অপমান
যেদিন তুমি বুঝবে মানুষ পড়াশোনার দাম
সেদিন তুমি কেঁদে ও পাবে না তার পরিণাম ।
তাইতো বলি মানুষ তুমি পড়াশোনা করো ,
নিজের ওপর বিশ্বাস রেখে আত্নবিশ্বাসের সাথে লড়ো ।।
যদি তোমার থাকে মানব টান পড়াশোনার প্রতি সর্বক্ষণ
হারবে না তুমি কখনো , জিতবে যে তুমি প্রতিক্ষণ ।।