"খুঁজি তোমায়"
এ.কে.এম. রেদওয়ানূল হক( নাসিফ )
আজও আমি আড়াল থেকে, একান্তে মনে , নিরবে ,
খুঁজে চলি তোমার স্পর্শ
যা থেকে আমি ধারণ করবো , হবো আমি জগত
সংসারের এক নতুন উৎকর্ষ।।
আজ ও আমি খুঁজি তোমায় , খুঁজি তোমার সেই ভালোবাসা
যা দিয়েছিলো আমাকে নতুনত্ব;
খুঁজি তোমায়, পেতে চাই তোমায় , সেই ভালোবাসা যা ছিলো
সৌন্দর্যের মাধুর্যতায় পরিপূর্ণ ।
কারণ ভালোবাসি তোমায়, ভালোবেসে যাবো জীবন
যৌবন করে আমার সম্পূর্ণ উজাড়;
রাখবা কী গো বলো না গো , দিবা কি ভালোবাসা আমায়
করছি যে তোমাকে এই আবদার ।
খুঁজতে চাই না আমি অন্য কাউকে, খুঁজতে চাই না অন্যকে পেতে
চাই না আমি অন্য নারীর পরশ ;
তোমাকে ই ভালোবেসেছি , তুমি ই ছিলা সর্বত্র জুড়ে শুধু যে
মিশে আছে তোমার ই সৌরভ !
পেতে চাই তোমায়, রাখতে চাই তোমায় , থাকতে চাই তোমার
মিশে যেতে চাই আজীবন তোমার ই তরে;
যদি আসে সেই সুযোগ , খুঁজে যদি পাই তোমায় , কথা দিলাম
রেখে দিবো তোমায় এই হৃদয়ের ভেতরে !
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮