তোমার ভালোবাসার ছোঁয়া
এ.কে.এম. রেদওয়ানূল হক নাসিফ
ছিলাম আমি খুব এলোমেলো, থাকতাম সবসময় উদাসীন ,
ভাবতাম কেউ নাই আমার এ জগতে
কিন্তু হঠাৎ একদিন , আসলে তুমি, দিলে আমায় ভালোবাসা,
পরিবর্তন হয়ে গেলাম আমি সেই ক্ষণে।
দিলে আমায় তোমার পরশ , দিলে আমায় তোমার
সেই মলিন ছোঁয়া , যা বিমোহিত করলো আমাকে ;
জানতাম এ জগতে কেউ হবে না আমার ভালোবাসার
কিন্তু কেন জানি ভালোবাসা শুরু করলাম তোমাকে !
ভাবি একান্ত মনে , স্বপ্নের সেই নারী নিয়ে ; খুঁজতাম আমি
আমার মনের কাঙ্ক্ষিত সেই প্রিয়তমা কে ;
অবশেষে তুমি আসলে আমার কাছে , হয়ে কাঙ্ক্ষিত সেই নারী ;
আমি হতভম্ব হলাম তোমার দেখা পেয়ে ।
কেন ভালোবাসো আমায় , এলোমেলো একটা ছেলেকে, কেন আসলে পাশে ;
যে অগোছালো থাকে সারাক্ষণ;
তাইলে কি বুঝবো আমি তুমি এসেছো আমাকে তোমার করতে ,
;দিতে আমাকে তোমার ভালোবাসা প্রতিক্ষণ ।
যেও না গো ছেড়ে আমায় , করো না একা , দিও না ব্যাথা কখনো,
এই হৃদয়ে ওহে প্রিয়া ,
তোমাকে ছাড়া জীবন চলে যাবে হয়তো ঠিকই তবুও
চলবে না আমার মনের সকল ক্রিয়া ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮