অ্যালো বাবুল বাপি কিতু লাগবেনা, দিম লাগবে(বাবুর বাপি কিছু লাগবেনা শুধু ডিম লাগবে) আর ফোন রাখার সময় বলবে, "এখন রেখে দাও, মোবাইলে টাকা নাই"। ওর কাছে আল্লাহাফেজ বা bye এর প্রতিশব্দ হচ্ছে "মোবাইলে টাকা নাই"।
ওর কাজিন জুম্মা(২ মাসের ছোট) কে হিসু করায়, পট এনে ঢাকনা তুলে, জুম্মার প্যান্ট খুলে বসিয়ে দেয়, তারপর শিস বাজায়।
আরো নানাবিধ অনুকরন করে সে। আমার কাছে এটা বুদ্ধিমত্তা মনে হয়, আপনাদের মতামত জানাবেন।
আর আমার থোত্ত মা'র জন্য অনেক দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




