এক,
আব্বা বলে পড়রে সোনা,আম্মা বলে মন দে,
পড়াই আমার মন বসে না,কাঠাঁলচাপার গন্ধে,
তোমরা যখন পড়ছো সবাই মানুষ হবার জন্য,
আমি না হয় পাখিই হবো,পাখির মতো বন্য।
দুই,
মনের ভিতর গোপন কথা,জমতে জমতে হচ্ছে ব্যাথা,
তাই তো বলি,ভালোবেসে তুই দিস না রে মন যথা-তথা।
তিন,
কাছের মানুষ দূরে কিবা,দূরের মানুষ কাছে,
মন কেন হায় শুধু তোমায় ভালোবাসে,
অনেক দিনের স্বাদ যে আমার যায় না মুখে বলা,
তোমায় নিয়ে গড়বো আমি প্রেমের চিত্রকলা।
চার,
তোমার দেয়া কষ্ট গুলো পকেট ভরে পেলাম,
তোমায় আমি ভালোবেসে হাত সরিয়ে নিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


