তোমার সর্বস্ব কেড়ে নেয়া হবে,
তোমাকে পথের ফকির করা হবে,
সবকিছু হারিয়ে, তুমি,
ঘুরবে শুধু মানুষের দ্বারে দ্বারে
সেখানে রয়েছে তোমার জন্য
শত লাঞ্চনা আর অপমান,
মানব তিরষ্কারে হবে তুমি জর্জরিত,
মন ভুলে এসো তুমি
আমার কাছে,
প্রাণ ভরে ভালবাসা পাবে
এই পথের ফকিরের কাছে,
লোকে তোমাকে নিন্দা করবে
পথের ফকিরকে ভালবাসার দায়ে
জেনো তুমি শত লাঞ্চনা আর অপমান
ভুলে, আমরা হবো,
পৃথিবীর চির সুখীজন ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


