যান্ত্রিক এ নগরে নিজের অবস্থান গড়তে যন্ত্রমানবের
ভূমিকা নিয়েছি। জানি না কত শতাংশ যন্ত্রে পরিনত
হয়েছে। তবে আমার মন এখনো অকৃত্রিম এইটুকু শুধু
বলতে পারি। আর তাই আমার অবস্থান এতটা নড়বড়ে।
কেননা মন কোন প্রবোধ মানে না। তাকে শত প্রলোভনে
যন্ত্রে পরিনত করা গেল না। সে চায় অবাধ স্বাধীনতা,
ভালবাসার স্বাধীনতা। আজ তাই সে শুধু তোমাকেই
ভালবাসতে চায়, তোমার ভালবাসা পেতে চায়।
কি !
আমায় ভালবাসবে তো মৃত্যুর পর অবধি। নাকি আমার
মতো তুমিও আমাকে ফাঁকি দিবে।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


