গণভবনের চায়ের টেবিলের উপর রাখা
সরকারের উন্নয়নের স্তুতি গাওয়া দৈনিকের সম্পাদকের মতো-
নির্লজ্জ এক কবি আমি,
লিখে যাই, যদিও জানি-
আমার কবিতা হয় না ।
শরতের অর্ধেক রাত পর্যন্ত জেগে থেকে
অদম্য উল্লাসে লেখা সে দুটো কবিতাতে
একবার চোখ বুলিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে বললে,
"তোমার কবিতা হয় না"।
মিউনিসিপ্যালকে ঘুষ দিয়ে ফুটপাত দখল করে বসা
ভাসমান খাবারের দোকানের প্লাস্টিকের চেয়ারে বসে বসে
কবিতা লেখে এক ভাসমান-
মানুষ
কবি
কিন্তু তার কবিতা হয় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


