মার্টিনেজের সাথে যারা দেখা করতে পারে নাই তাদের দেখা করতে না পারার জন্য যারা দেখা করতে পেরেছে তাদেরকে দায়ী করা বামপন্থীদের চিন্তাধারা, এই চিন্তাধারায় আমি একমত না।
আমি খাইতে পারতেছি না, এখন এই না খাইতে পারার পেছনে যারা খাইতে পারতেছে তারা কেনো দায়ী হবে?
এখন দায় তাইলে কার? দায় চাপানো আমার স্বভাববিরুদ্ধ, তারপরও কাউকে দায়ী করতে হলে করবো বাফুফেকে, তারা আয়োজকদের থেকে ফুটবলারদের জন্য একটা সময় চেয়ে নিতে পারতো
সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, মার্টিনেজ আসবে জেনে আগে থেকেই যারা তার সাথে দেখা করার বন্দবস্ত করে রেখেছিলো তারাই ফিটেস্ট। তারা নিজ যোগ্যতাবলেই দেখা করেছে, এখন এই যোগ্যতা হচ্ছে টাকা ক্ষমতা বা মামা চাচার জোর।
জামাল ভূঁইয়ার দেখা করতে যাওয়া এবং তাকে দেখা করতে দেওয়া হবে এই আশা রাখাটাও ঠিক আছে, এবং তাকে দেখা করতে না দেওয়াটা অন্যায় হয়েছে ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




