সামুতে ব্লগর ব্লগর করার দশবছর হইয়া গ্যাছে।
সম্ভবত ২০১১ এ সামুর খোজ পাইছিলাম, নকিয়া ৬৩০০ ফোনে একটা এপলিকেশন ডাউনলোড দিছিলাম, যেখানে অনলাইনে পত্রিকা পড়া যাইতো, সেখানে সামুও ছিলো, তখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সামুতে একটা ঢু মারতাম, সারা দেশে কি হচ্ছে সব খবর পেয়ে যেতাম (এখন যেমন ফেসবুকে পাওয়া যায়)। এখনকার অনেক "ফেসবুক সেলেব্রিটির" উত্থান সামু থেকে।
তখন চলছিলো বাংলা ব্লগের স্বর্ণযুগ,তো প্রতিদিন শুধু পড়তামই,আমি যে লিখতে পারবো সেটা জানা ছিলোনা, ভাবতাম এখানে লেখালেখি শুধু সিলেক্টেড মাইনষে করে, আমার এক্সেস নাই। পরে যখন জানলাম যে আমিও চাইলে লিখতে পারবো এবং ধাপে ধাপে তা প্রথম পাতায় প্রকাশিত হবে তখন একাউন্ট একটা খুলি।
নাম কি দিবো ভেবে কূল পাই না, তখন "হুমায়ুনাসক্ত" ছিলাম তাই সকল ফেইক একাউন্টে নাম দিতাম হিমু, কিন্তু সামুতে প্রচুর হিমু অলরেডি ছিলো তাই অন্য নাম খুজতে লাগলাম, যেহেতু সামুর নিক একটু আবুলতাবুল আর ফানি দেওয়ার ট্রেন্ড ছিলো তাই আমি দিলাম প্রফেসর সাহেব, টিনেজ মনের খেয়াল আর কি।
তখন মোবাইলে বাংলা লেখা যে কি কস্টের ছিলো, একটা ওয়েবসাইট ছিলো যেখানে বাংলিশ লিখে তা বাংলায় কনভার্ট করে কপিপেস্ট করে পোস্ট দিতাম, একসাথে আবার কয়েকলাইনের বেশি লেখা কনভার্ট হতো না, তাই একটা ব্লগ দশবারে কনভার্ট করতে হতো।
যাই হোক, লং স্টোরি সর্ট, পরে ব্লগে আস্তিক নাস্তিক বিতর্ক আর থাবাবাবা এই সেই কান্ডের পরে আস্তে আস্তে ব্লগ ঠান্ডা হয়ে যায়।
কখনো ব্লগে নিয়মিত আর কখনো বছরজুড়ে অনুপস্থিত এই করে দশ বছর হয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


