
এই সন্ত্রাসীর ওয়াইফ বলছে যে ডানপন্থী মিডিয়ার নিউজ দেখতে দেখতে সন্ত্রাসীটার ব্রেইন ওয়াসড হইছে।
এজন্যই আমি সাধারণ টিভি তথা খবর দেখার পক্ষে না। আর যদি কোনো বিষয়ে খবর দেখার ইচ্ছা বা প্রয়োজন দেখা দেয় তাহলে কয়েকটা আলাদা আলাদা মতাদর্শের মিডিয়া থেকে নেওয়ার চেষ্টা করি। এই যেমন বর্তমানে চলমান পরিস্থিতি নিয়ে করা নিউজ খুববেশি দেখছি, এবং সব মতের পক্ষের নিউজ দেখার চেষ্টা করছি, আল জাজিরা যেমন দেখি, তেমনি সিএনএনও দেখি।
আপনি যদি সারাদিন CNN,Fox, Sky news এইগুলা দেখেন তাহলে আপনি গাজায় যে শিশু মারা যাচ্ছে সেই খবর খুব কমই দেখবেন বা একেবারে দেখবেনই না। এখনো ওরা সেই সাত তারিখের হামলাতে আছে, অথচ সাতের পরে আজ বিশ পর্যন্ত নতুন কত কি ঘটছে সেইগুলায় তাদের ফোকাস কম, আর থাকলেও তা একটা নির্দিষ্ট দেশ বা মতের পক্ষের খবর । সারাদিন এইসব খবর দেইখা এই বুইড়ার মাথা আউলানো অস্বাভাবিক না।
এজন্যই টিভিতে যা দেখানো হয় তাকে বলা হয় "টেলেভিশন প্রগ্রাম", Programme এর মানেটা একটু চিন্তা করেন।
টিভি হইতেছে আমাদেরকে প্রগ্রামড করার জন্য। ওরা যা চায় দেখায়। দেখেন অসুবিধা নাই, তবে সতর্ক থাইকেন কি দেখতেছেন। পারতপক্ষে নিউজ দেখা থেকে বিরত থাকা উচিত। আর দেখলে যেমন বললাম কয়েকটা সোর্স থেকে দেখা উচিত ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




